প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

স্ত্রীর শেষ বিদায়ে অঝোর নয়নে অশ্রুসিক্ত স্বামী

স্ত্রীর শেষ বিদায়ে অঝোর নয়নে অশ্রুসিক্ত স্বামী । আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ সৈয়দ মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ নভেম্বর দুপুর

১:১৫মিনিটের সময় গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে শেষ নি:শ্বাস ত‍্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ২ছেলে, ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে মরহুমার স্বামী মোহাম্মদ সৈয়দ মিয়া অঝোর নয়নে অশ্র ভিজালেন এবং জানাজায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মরহুমার জন্য দোয়া চেয়েছেন। তার জানাজার নামাজে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেছেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া রাউজান উপজেলা কার্যকরি সংসদের সভাপতি ইউনুছ মিয়া কোম্পানি, সহ সভাপতি আলহাজ্ব শওকত গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুল আলম সুমন, বিশিষ্ট ব‍্যবসায়ী এন এন আবছার, দলিলাবাদ দায়রা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, পশ্চিম ডাবুয়া শাখার সাবেক সভাপতি নুরুন্নবী শাহজাহান, উত্তর সর্তা দরগাহ ভিটা শাখার সভাপতি মোহাম্মদ আরফর রহমান, ইয়াছিন নগর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ, মোহাম্মদ নাছির উদ্দিন, ৫নং ওয়ার্ড শাখার সাধারন সম্পাদক মোমিন আকবর কানন। জানাজার নামাজের ইমামতি করেন মাইজভান্ডার দরবার শরীফ রওজা শরীফের খাদেম হাফেজ মাওলানা মোহাম্মদ বখতিয়ার। দোয়া মোনাজাত করেন রাউজান উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা এম এ মতিন। তাহার মৃত্যুতে শাহ্ এমদাদীয়া রাউজান উপজেলা কার্যকরি সংসদ, দলিলাবাদ দায়রা শাখা, পৌরসভার ৫নং ওয়ার্ড শাখা, গাউসিয়া কমিটি বাচা মিয়ার দোকান ইউনিট সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন থেকে শোকবার্তা প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন