প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

চার চাকার ইজিবাইক

চার চাকার অটো গাড়ি।
স্টিয়ারিং বেজড ব্যাটারি চালিত চার চাকার ইজিবাইক, অটো, বোরক, টমটম , মিনিবাস কিনুন
আসন সংখ্যা : ৯/১২ জন
​মোটর : ১০০০/ ২২০০ ওয়াট
কন্ট্রোলার : ১০০০/ ২২০০ ওয়াট
ব্যাটারি : ১২ ভোল্ট, ৫ টি
চার্জার : ৬০ ভোল্ট , ১৮ অ্যাম্পিয়ার
গতি: ৪৫ কিঃ মিঃ/ ঘন্টা
মাইলেজ : ১২০ – ১৩০ কিঃ মিঃ ( ১ বার চার্জে)
সামনের সাসপেনশন : কয়েল স্প্রিং
পেছনের সাসপেনশন: পাতি স্পিং
ব্রেক : ম্যাকানিক্যাল ড্রাম (পেছনের দুই চাকায়)
চাকার সাইজ : ৩.২৫.১৬/ ০৪.০০.১২
দৈর্ঘ্য : ১০ ফুট
প্রস্হ : ৩.৫ ফুট
উচ্চতা : ৬ ফুট
এক্সেলেটর/ পিক আপ : পায়ে
আমাদের গাড়ির সুবিধা সমূহঃ
১.এই গাড়ি এক হাত দিয়ে কন্ট্রোল করা যায় ।
২.পিকআপ পায়ে ।
৩. সবযাত্রী সম্মুখ হয়ে বসতে
পারে ।
৫.দীর্ঘক্ষন গাড়ি চালালেও ড্রাইভার এর কোন সমস্যা হয় না।
৬. যাত্রীদের কোন ঝাঁকুনি লাগেনা ।
৭.উঁচু-নিচু যে কোন রাস্তায় সাবলীল ভাবে চলতে পারে ।
৮.গাড়ি উল্টে যাবার ভয় থাকে না ।
৯.আমাদের গাড়ির সামনের দুই চাকায় কয়েল সাসপেনশন ব্যবহার করা হয়েছে।
১০. প্রাইভেট কারের স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে।
ইউটিউব চ্যানেল – https://www.youtube.com/@fibonacciengineering7175

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন