দলের ভেতরের খবর, সাকিবের ভুয়া অধিনায়কত্বে সবাই এতটাই বিরক্ত যে বিশ্বকাপ চলাকালীন একজন জুনিয়র ক্রিকেটার ড্রেসিংরুমে সাকিবের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর সাকিব সেই ক্রিকেটারের ক্যারিয়ার খাওয়ার হুমকি দেন।
বিশ্বকাপের পর আবার তামিম ইকবালকে দলে ফেরানোর কথা বললে তিনি টিম ম্যানেজমেন্টকে সোজাসাপটা জানিয়ে দিয়েছেন, কোন অযোগ্য এবং বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ অধিনায়কের নেতৃত্বে তিনি একটা বলও খেলবেন না।
সাকিবের এমন ভুয়া এবং অযোগ্য নেতৃত্বের কারণে টিম ম্যানেজমেন্টও বিরক্ত, তাই শিগগিরই তাকে কিকআউট করতে পারে বিসিবি।