প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ডিবির তৎপরতাই হেরোইন,ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

মাদক নির্মূলে ডিবি পুলিশ মাঠে সর্বোচ্চ কাজ করে আসছে গ্রেপ্তার হচ্ছে একের পর এক অপরাধীরা প্রকাশ পাচ্ছে ও বেরিয়ে আসছে কালো মুখোশধারীরা থেমে নেই মাদক দমনে তারা এমনটাই ঘটেছে গ্রেপ্তার হচ্ছে।চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা পুলিশ গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৩৫ গ্রাম হেরোইন ও ৭০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন,শিবগঞ্জ উপজেলা সালামপুর এলাকার মৃত.রবিউল ইসলামের ছেলে জবদুল হক (৩৬) এবং একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু।

জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, এমতাবস্থায় জেলার পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের চৌকষ অফিসার এসআই আসগর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার ২০ নভেম্বর দুপুরে শিবগঞ্জ থানাধীন সালামপুরে জবদুল হকের বসতবাড়িতে সংরক্ষিত ৩৫ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রয়ের নগদ ১০ হাজার ২৯০ টাকাসহ তাকে আটক করা হয়।

পরোক্ষ আবারও চালান ডিবি পুলিশের সাঁড়াশী অভিযান এদিকে গোয়েন্দা ডিবির পুলিশের চৌকষ অফিসার এসআই ফয়সাল হাসানের নেতৃত্বে ও আরো সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে সোমবার ২০ নভেম্বর রাত্রি সাড়ে আটটার দিকে শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া বাজার থেকে একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে ৭০০ পিস ইয়াবাসহ তাকেও আটক করা হয় তবে এনিয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদের বিরুদ্ধে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন