প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চলুন টানেল দেখি, উন্নয়ন প্রকল্পের কথা লিখি শীর্ষক চসাসের বঙ্গবন্ধু টানেল পরিদর্শন

চলুন টানেল দেখি, উন্নয়ন প্রকল্পের কথা লিখি শীর্ষক চসাসের বঙ্গবন্ধু টানেল পরিদর্শন । গত (২০ নভেম্বর) সোমবার চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর উদ্যোগে ‘চলুন টানেল দেখি, উন্নয়ন প্রকল্পের কথা লিখি’ শীর্ষক কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হয়েছে। চসাসের সভাপতি সৈয়দ দিদার আশরাফী ও সাধারণ সম্পাদক কলামিস্ট ওসমান এহতেসাম এর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতি সৈয়দ দিদার আশরাফী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার খুলে দিয়েছে বঙ্গবন্ধু টানেল। বঙ্গবন্ধু টানেল নির্মাণ বর্তমান সরকারের সাহসী নেতৃত্বের একটি অনন্যোজ্জ্বল দৃষ্টান্ত। কর্ণফুলী নদীর দুই পাড়কে সংযুক্ত করেছে এই টানেল। সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মিত হয়েছে। এটি সত্যিই অভিনব ও বিস্ময়কর।অর্থনীতি-তো আছেই বিশেষ করে দেশের প্রবৃদ্ধিকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে এ টানেল। এ টানেল দেখতে খুবই অসাধারণ। এতে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ওমরফারুক, আনিছুর রহমান, আবুল হাসনাত মিনহাজ, পলাশ কান্তি নাথ, মোহাম্মদ রিদুয়ান, মোঃ নিজাম উদ্দিন, মোহাম্মদ রায়হান উদ্দিন, সৈয়দ নুর রাসেল, আব্দুল কাদের, সেলিম রেজা, সুমন দাশ, মোঃ এবাদুল ও নীলকমল সুশীল প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন