প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আজ শিক্ষক দিবস উপলক্ষে ভারতের সাবেক রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হল সারা ভারতে।। 

আজ শিক্ষক দিবস উপলক্ষে ভারতের সাবেক রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হল সারা ভারতে।।

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও শিক্ষাবিদ রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হয়। আজ ভারতের সাবেক রাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের মাল্যতে মাল্যদান করেন পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলা র শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। সেই সঙ্গে ভারতের বিভিন্ন যায়গায় ভারতের সাবেক রাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়েছে। এদিন ভারতের রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী অশোক গৌলত ভারতের সাবেক রাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের মূর্তি তে মাল্যদান করেন ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুম্মু এবং ভারতের লোকসভার সেন্ট্রাল হলে রাধাকৃষ্ণনের মূর্তি তে মাল্যদান করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরে এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ভারতের সাবেক রাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের মূর্তি মাল্যদান করেন । সারা ভারতের বিভিন্ন যায়গায় যথাযথ মর্যাদার সাথে ভারতের সাবেক রাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হয।।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন