প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চুয়াডাঙ্গা পুলিশ ছদ্মবেশে কুষ্টিয়া হতে আসামি আটক

চুয়াডাঙ্গার সদর থানার পুলিশ ছদ্মবেশ ধারণ করে কুষ্টিয়া হতে আসামি আটক করেছ। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা থানা পুলিশের দুইজন চৌকস অফিসার এসআই সঞ্জয় কুমার এবং এসআই রাকিবের নেতৃত্বে একদল পুলিশ ছদ্মবেশ ধারণ করে কুষ্টিয়া জেলায় হহাউজিং ও মোল্লা তেঘড়িয়া গ্রাম হতে ২ বছরের সাজাপ্রাপ্ত ৪ টি সিআর সাজা ওয়ারেন্ট,২ টি সিআর সহ মোট ৬টি ওয়ারেন্ট ভুক্ত আসামি চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া গ্রামের ওহাব মিয়ার ছেলে বাবলু(৪৫) কে আটক করে।

পরে তাকে চুয়াডাঙ্গা নিয়ে আনা হয়।পরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন