প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

রংপুরে হরতালে নাশকতার মামলায় ১০ বছরের সাজা-বিএনপির ৫ নেতার

রংপুরে হরতালে নাশকতার মামলায় ১০ বছরের সাজা-বিএনপির ৫ নেতার ।রংপুরে অতিরিক্ত জেলা জজ আদালত-১ হরতালে নাশকতা মামলায় বিএনপি’র পাঁচজনের ১০ বছরের সাজা প্রদান করেছেন। ২০১৩ সালের হরতালে রংপুরে নাশকতার উদ্দেশ্যে আনা ৫৬টি চকলেট বোমা উদ্ধার মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডনসহ দলটির আরও চারজন নেতাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ নভেম্বর’২৩) সকালে এ রায় প্রদান করেন রংপুরের অতিরিক্ত জেলা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণ কান্ত রায়। ওই আদালতের অতিরিক্ত পিপি এড. আব্দুল সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডিত অপর ৪ আসামি হলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন ও জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেন। আসামী পক্ষের আইনজীবীগণ বলেন, এই রাজনৈতিক মিথ্যা মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন