প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রামপালে চোরাই গরুসহ চোর চক্রের তিন সদস্য আটক

রামপালে চোরাই গরুসহ চোর চক্রের তিন সদস্য আটক ।বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে। আটককৃত চোরদের মঙ্গলবার (২১ নভেম্বর) পুলিশ বিজ্ঞ আদালতে পাঠিয়েছে। আটককৃতরা হলেন-চোর চক্রের মূলহোতা উপজেলার রামপাল সদর ইউনিয়নের রামপাল গ্রামের মৃত কাদের খাঁ’র ছেলে মো. কবির খাঁ(৫০), একই এলাকার মৃত শাহজাহান শেখ’র ছেলে জাহিদ শেখ(৪২) ও জেলার ফকিরহাট উপজেলার মাসকাটা এলাকার মোহাম্মদ আলী শেখ’র ছেলে মো. জামাল শেখ(৩২)। সোমবার রাতে থানা পুলিশ গোপণ সূত্রে খবর পায় যে, রামপাল খেয়াঘাট এলাকায় চোর চক্রের মূলহোতা কবির উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গরু চুরি করে এনে তার নিজ বাড়ির গোয়াল ঘরে রেখেছে। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর চিন্ময় মন্ডল’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গোয়াল ঘরে অভিযান চালায়। সে সময় পুলিশ কবিরের গোয়ালে থানা ৪টি গরু উদ্ধার করে। উদ্ধার গরুর আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা। এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইনচার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতরাতে অভিযান চালিয়ে চোরাই গরুসহ গরুচোর চক্রের মূলহোতা কবিরসহ আরো দুইজনকে আটক করা হয়েছে এবং আজ (২১ নভেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন