প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছাত্রলীগের হরতাল বিরোধী অবস্থান

শরিফ ছাত্রলীগ: অয়ন ওসমানের নির্দেশে,ছাত্রলীগ নেতা সাকিবের নেতৃত্বে ৩নং ওয়ার্ডে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছাত্রলীগের হরতাল বিরোধী অবস্থান।  11-20-12 :48 দুপুর শরিফ ছাত্রলীগ: ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম সাকিবের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের অবস্থান কর্মসূচী পালন। এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মো:শরিফুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপসম্পাদক তামিম ইসলাম,মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শ্রাবন শাহরিয়ার সজল,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বর্তমান সহ-সভাপতি আনারুল হক সহ ছাত্রলীগ নেতা সালাউদ্দিন, রাহুল,আরাফাত,রনি,শাহরিয়ার ,রাকিব, যুব সহ আরও অনেকে

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন