প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নাঃগঞ্জ-২ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন আলহাজ্ব ইকবাল পারভেজ

নাঃগঞ্জ-২ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন আলহাজ্ব ইকবাল পারভেজ । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের আইটি সম্পাদক আলহাজ্ব ইকবাল পারভেজ ১৯ নভেম্বর রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শতশত নেতাকর্মী নিয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি , তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন ফরম কিনে নৌকায় ভোট চেয়ে নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের ভোটারসহ দেশের মানুষের কাছে দোয়া চান। এবং আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার আর্শিবাদে দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীকের বিজয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিগত দিনে তিনি আড়াইহাজার আওয়ামী লীগের উন্নয়ন ও প্রচার সহ মানুষের মাঝে অক্সিজেন সেবা সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। এসময় আড়াইহাজার থেকে আগত নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন এই নজর কাড়া শোডাউন ঢাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন