প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কিশোরগঞ্জে মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় প্রান গেল বৃদ্ধ মহিলার

কিশোরগঞ্জে মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় প্রান গেল বৃদ্ধ মহিলার।নীলফামারীর কিশোরগঞ্জে মাহিন্দ্রার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের খন্দকার পাড়া নামক স্থানে।মৃত্যু বৃদ্ধার নাম মোছাঃ আইমোনা বেগম (৭০) সে রনচন্ডি ইউনিয়নের চতুর পাড়া গ্রামের মৃত শমসের আলীর স্ত্রী। স্থানীয় সুত্রে জানা গেছে বেলা প্রায় সাড়ে তিন টার দিক অবিলের বাজারের পাশ্ববর্তী রাস্তার কাজের জন্য একটি মাহিন্দ্রা গাড়িতে করে বালু নিয়ে যাচ্ছিল, এসময় গাড়িটি হঠাৎ ব্রেক করে পিছন দিকে নেওয়ার সময় ওই বৃদ্ধ মহিলাকে স্ব জড়ো ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধ মহিলাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ আসে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল ঘটনার স্বীকার করে বলেন -বৃদ্ধার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। চালক ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন। গাড়িটি উদ্ধার করে স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন