প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা কর্তৃক ৫২(বায়ান্ন) কেজি গাঁজা উদ্ধার

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা কর্তৃক ৫২(বায়ান্ন) কেজি গাঁজা উদ্ধার।  কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ)নাসিম উল হক ইমরান, এএসআই সজীব বড়ুয়া ও এএসআই জনি দেবদাস সঙ্গীয় ফোর্সনিয়ে ১৯ই নভেম্বর রাত ০১:১০ মিনিটে মুরাদনগর থানাধীন পূর্ব নগরপাড় এলাকার গকুলনগর গামী রাস্তার পশ্চিম পাশ্বে দুলাল মিয়ার মাঠে একটি রেজিঃ নম্বরবিহীন নীল রংয়ের পিকআপ গাড়ী তল্লাশী করে গাড়ীর পিছনের বডিতে বিশেষ কায়দায় তৈরী সেটিং বক্সের ভিতরে লুকানো অবস্থায় ৫২(বায়ান্ন) কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় । উক্ত ঘটনায় মুরাদনগর থানায় এজাহার দায়ের করলে মুরাদনগর থানার মামলা নং-০৭, তারিখ-১৩/১১/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ) রুজু করা হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন