ঢাকা শনিবার ১২ই এপ্রিল, ২০২৫
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন থেকে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম দাখিল করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ সোমবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এ সময় মাহি সাংবাদিকদের বলেন, ‘আমি নারীদের জন্য কাজ করতে চাই। মনোনয়ন পেলে ধ্যানে-জ্ঞানে দেশের জন্য কাজ করব।’
মনোনয়ন পাওয়ার বিষয়ে চিত্রনায়িকা বলেন, ‘আমি শতভাগ আশা করছি, নমিনেশন পাবো। প্রধানমন্ত্রী আমাকে বিবেচনা করবেন। পাশাপাশি এবার নির্বাচনও অবাধ-সুষ্ঠু হবে আশা করছি।’
যোগ করে তিনি আরও বলেন, ‘এলাকার সাধারণ মানুষ উৎসাহ দিয়েছেন। তারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান। এ কারণেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।’
গেল শনিবার বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। পরে তিনি নিজেই ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলাম।’
সেসময় সাংবাদিকদের মাহি বলেন, ‘শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর আমি নিজে উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা দিয়ে আসব।’
সম্প্রতি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রচারণায় ব্যাপক ব্যস্ত সময় পার করতে দেখা গেছে মাহিয়া মাহিকে। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশ নেন তিনি। এছাড়া শোবিজের শিল্পীদের আয়োজনে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের নামে জ্বালাও-পোড়াও বন্ধের দাবিতে গেল শনিবার দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন মাহি।
আপনার মতামত লিখুন :