ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
বরগুনা -০২ আসনের আ.লীগের মনোনয়ন পত্র কিনলেন লায়ন রাশেদ হাওলাদার। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা -০২ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন বরগুনা জেলা জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী বাস্তহারালীগ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক লায়ন রাশেদ হাওলাদার।। রবিবার (১৯শে নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বরগুনা -০২ আসনের মনোনয়ন পত্রের ফর্ম কিনেছেন রাজপথের ত্যাগী এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননেতা লায়ন রাশেদ হাওলাদার। মনোনয়ন পত্র কেনার পর লায়ন রাশেদ হাওলাদার তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি। দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে চাই। জনপ্রিয়তাসহ রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন প্রদান করবেন বলে আমি আশাবাদী এবং দৃঢ় বিশ্বাস করি। তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন নৌকা প্রতিক পেলে আমি শতভাগ নির্বাচিত হবো ইনশাআল্লাহ। এছাড়াও তিনি জানান, বামনা,বেতাগী,পাথরঘাটার মানুষের যোগাযোগ ব্যাবস্থাসহ শিক্ষা বিশেষ করে নারী শিক্ষাকে এগিয়ে নিতে আমি চেষ্টা করবো। যুবসমাজের সৃজনশীলতা বিকাশে অবদান রাখবো। সর্বপুরি মাদক মুক্ত বামনা,বেতাগী পাথরঘাটা গঠনে আমি কাজ করবো। আমি নির্বাচিত হলে সর্বপ্রথম বরগুনা নির্বাচনী এলাকার প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবো। পরিশেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
আপনার মতামত লিখুন :