ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
টেকনাফে সাবেক এমপি আবদুর রহমান বদি অর্থায়নে কবরস্থানের বাউন্ডারি নির্মাণের কাজের উদ্বোধন ।টেকনাফ উখিয়া-টেকনাফ সাবেক এমপি আবদুর রহমান বদির অর্থায়নে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া কবরস্থানের বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ। আজ (২০নভেম্বর) দুপুর ১২ দিকে কবরস্থানের বাউন্ডারী পিলার নির্মাণ কাজের মধ্য দিয়ে কাজ শুভ উদ্বোধন করা হয়। বাউন্ডারী নির্মাণ কাজে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আরিফ উল্লরাহ, যুবলীগ নেতা ও সমাজসেবক মাহবুব আলম, সমাজ সর্দার আবদুল মাজেদ, আলী আহমদ স্দার, জাফর আলম, নুরুল আমিন, আবদুল আমিন, আলী আহমদ প্রকাশ আলী মাজ্জা, আবদুল খালেক, আবদুল মারুদ, আলী আহমদ চৌকিদার, নুরুল বশর, কবির মিয়া, প্রবাসী ছৈয়দূল ইসলাম ও ভূট্টো প্রমূখ সহ বর্মপ্রাণ মুসলিগণ উপস্থিত ছিলেন। নতুন পল্লান পাড়া এলাকার সমাজ সেবক আবদুল হাই এর মৌখিক আবেদন প্রক্ষিতে উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির নিজস্ব অথায়নে দীর্ঘদিন অবহেলিত কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে বাউন্ডারী গাইড য়াল নির্মাণের অর্থ প্রদান করা হয়। এই অর্থ দিয়ে নির্মান কাজ শুরু করা হয়। এ সময় উপস্থিত সকলে সাবেক এমপি বদির প্রতি কৃতজ্ঞতা ও গুকুরিয়া জ্ঞাপন মোনাজাত করেন। এবং আবদুর রহমান বদির সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন সবাই।
আপনার মতামত লিখুন :