ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট বিভাগের মনোনয়ন ফরম বিতরণের সমম্বয়ক টিমের সদস্য মনোনীত হলেন হবিগঞ্জের জুয়েল

স্বপন রবি দাশ, জেলা প্রতিনিধি হবিগঞ্জ: প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট বিভাগের মনোনয়ন ফরম বিতরণের সমম্বয়ক টিমের সদস্য মনোনীত হলেন হবিগঞ্জের জুয়েল!  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট বিভাগের মনোনয়ন ফরম বিতরনের বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পাঁচবারের সফল সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে প্রধান সমম্বয়ক করে টিম গঠন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সিলেট বিভাগের সমন্বয়ক টিমের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সাবেক গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম জুয়েল বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। আমিনুল ইসলাম জুয়েল বলেন-মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করবো ইনশাল্লাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরো বলেন- হবিগঞ্জের সকল সংসদ সদস্য প্রার্থীদের সব ধরনের সহযোগীতা দেবো। আজ ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জসহ সিলেট বিভাগের প্রার্থীরা ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।