বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো’ এই স্লোগানে আদিতমারীতে অনুষ্ঠিত হলো দ্বি-বার্ষিক সম্মেলন। শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৩ ঘটিকায় আদিতমারী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার আহবায়ক গোলাপ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম আদালত রংপুরের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ এ.কে.এম ফজলুল হক কিরণ। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার সাইফুল ইসলাম, আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.আর সারোয়ার, সহকারী কমিশনার ভূমি রওজাতুন জান্নাত, আদিতমারী থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, আদিতমারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা, বাংলাদেশ পূজা উৎযাপন কমিটি আদিতমারী উপজেলা শাখার সভাপতি নীল কমল, আদিতমারী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস পারভীন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ প্রেসক্বাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও প্রধান আলোচক বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস.আর শরিফুল ইসলাম রতন। পরে গোলাপ মিয়াকে সভাপতি ও কামরুজ্জামান শিমুলকে সাধারণ সম্পাদক উল্লেখ করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। এ সময় বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :