ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
মানবতার কল্যাণে আমরা ব্লাড ডোনার্স এর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত । পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহায়ে ইযাজদাহুম উপলক্ষে দুই দিন ব্যাপী বিশাল সুন্নী সম্মেলনে ১৮ ই নভেম্বর শনিবার প্রথম দিনে সকাল নয়ঘটিকা থেকে নন্দীর হাট উত্তর ফাতেহাবাদ, দক্ষিণ পাড়া হযরত বদর শাহ রহঃ স্মৃতি সংসদ মাঠ প্রাঙ্গণে মানবিক ডাক্তার লায়ন ডাঃ হাফিজুর রহমান এর তত্বাবধানে কসমেটিক্স ডিভাইস খতনা, নাক, কান হোঁডানো ফ্রি চিকিৎসা করানো হয়েছে, এর পাশাপাশি আনোয়ার শাহ রহঃ স্মৃতি ফাউন্ডেশন ও উওর চট্টগ্রামের সেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন মানবতার কল্যাণে আমরা ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স এর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। ১৮ ই নভেম্বর শনিবার সকাল নয়টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পিং চলে এতে মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থী সহ এলাকার লোক জন সহ প্রায় চারশো এর অধিক জনদের কে ফ্রি তে ব্লাড টেস্ট করানো হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও মানবতার কল্যাণে আমরা ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স এর সদস্য বৃন্দ।
আপনার মতামত লিখুন :