ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

লালমনিরহাট থানা পুলিশের অভিযানে মাদক সহ ট্রাক আটক

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৮:৫৩ পূর্বাহ্ণ

লালমনিরহাট থানা পুলিশের অভিযানে মাদক সহ ট্রাক আটক । পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব স্বপন কুমার সরকার এর নের্তৃত্বে এসআই মোঃ আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা এলাকার ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হইতে ২০০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামী ১।মোঃ আশরাফ আলী (৩২), পিতা-মোঃ আবেদ আলী, মাতা-আছরবী বেগম, সাং-কর্নপুর, থানা ও জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করেন।পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আসামী ট্রাকের ড্রাইভার ও হেলপার দৌড়ে পালিয়ে যায়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রংয়ের পুরাতন ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-০০৮৫ জব্দ করে। আসামীগন পরস্পর যোগসাযোশ করিয়া ট্রাকের ভিতরে ড্রাইভারের সীটের পিছনে একটি কাঠালী রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে প্লাস্টিকের জালি ব্যাগের মধ্যে সিমেন্টের ব্যাগ দ্বারা মোড়ানো ০৪টি বস্তায়, প্রতিটিতে ৫০ বোতল করে সর্বমোট ২০০টি মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে বহন করিয়া নিয়া যাইতেছিল। বর্ণিত ঘটনায় লালমনিরহাট থানার মামলা নং- ৩২, তাং- ১৭/১১/২০২৩ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) স্মারনির ১৩(গ)/৩৮/৪১ রুজু করতঃ গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করে।