ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

সিংড়ার পাট চাষিদের মাথায় হাত

মুকুল হোসেন সিংড়া (নাটোর) প্রতিনিধি অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৩১ অপরাহ্ণ

সিংড়ার পাট চাষিদের মাথায় হাত

মুকুল হোসেন সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার ৫ টি ইউনিয়ন যথা ৪নং কলম ইউনিয়ন ৫নং চামারী ইউনিয়ন ৬ নং হাতিয়ান্দহ ইউনিয়ন ৭ নং লালর ইউনিয়ন ও ৮ নং শেরকোল ইউনিয়নে চাষিরা প্রতি বছরের ন্যায় এবারও পাট চাষে উদ্বুদ্ধ ছিল। কিন্তু এব্যাপারে হাতিয়ান্দহ ইউনিয়নের অন্তর্গত নলবাতা গ্রামের প্রান্তিক কৃষক শ্রী রামকৃষ্ণ ( ৬৫) এর কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, এবার অতিরিক্ত খরার কারণে গাছ পরিমাণ মত লম্বা ও মোটা হতে পারেনি, সেজন্যই ফলন তুলনামূলক কম হয়েছে। গত বছর এক বিঘাতে ৯ থেকে ১০ মন পরিমাণে পাট হয়েছিল অথচ এবার ঐ জমিতেই ৬ থেকে ৭ মন হারে পাট হয়েছে। একদিকে ফলনে ঘাটতি ওপর দিকে বাজার মুল্য কম, সব মিলে এবারে পাট চাষে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। হারভাঙ্গা পরিশ্রম এবং নগদ অর্থ ব্যায় করেও লাভের চাইতে লসের মুখ দেখতে হচ্ছে। কারণ গতবার ১ মন পাটের মুল্য ছিল ৩,০০০( তিন হাজার) টাকা অথচ এবার সর্বোচ্চ ২৪০০শ টাকা বাজার চলছে। এতে করে কেউ লাভবান হতে পারছেনা। এবারের পাট চাষের বিস্তারিত তথ্য সিংড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, এবার ১৷ জেআরও ৫২৪ জাতের আবাদ ১৬৭০হেক্টর, কর্তন ১৬৭০হেক্টর, ফলন ২,৫ টন, মোট উৎপাদন ৪১৭৫ মেঃটন। ২৷ তোষা পাট -৮(রবি ১) জাতের আবাদ ১৬৯ হেক্টর, কর্তন ১৬০হেক্টর, ফলন ২,৫৫ টন হেক্টর, মোট উৎপাদন ৪০৮ মেঃটন। ৩৷ ও-৯৮৯৭ জাতের আবাদ ২০হেক্টর, কর্তন ২০হেক্টর, ফলন ২,১টন হেক্টর, মোট উৎপাদন ৪২মেঃ টন।সর্বমোট আবাদ ১৮৫০ হেক্টর, কর্তন ১৮৫০হেক্টর, ফলন ২,৫, সর্বমোট ৪৬২৫। এবার ৩ জাতের পাটের বীজ ১ কেজি পরিমাণে প্রতি কৃষকের মাঝে সিংড়া কৃষি অফিস থেকে প্রদান করা হয়েছিল।