মাদক বিক্রি করে কোটি পতি ।পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়ন সহ হাড়ীভাষা ইউনিয়নের অনেকে এখন মাদক বিক্রি করে কোটি টাকার সম্পদ করছে। মাদক বিক্রি করে পাকা বাড়ি সহ গ্রাম অঞ্চলে দু তালার বাড়ি নির্মাণ করেছেন। মাদক কারবারির ব্যবসা করে কেউ হচ্ছেন ডন কেউ বা হচ্ছেন লাখ টাকার মালিক। কেউ বা সোর্স গিরি করে ও লাখ টাকার সম্পদশালী হচ্ছে। পঞ্চগড় সদর উপজেলাটি ভারতীয় সিমান্তে হওয়াতে এখানে প্রচুর পরিমানে মাদক ধুকতেছে। দুর দুরান্ত থেকে মাদক ক্রয় করার জন্য প্রতিদিন পাড়ী জমায় এখানে। এলাকা বাসি জানায় নরদেব পাড়া গ্রামের নিরিবিলি পরিবেশে মাদক বিক্রি করেন, আনিসুর রহমান আনিচ,রাসেল, জয়নাল, হুক্কু,বাদশাহ, জুলহাস, জুলফিকার, দেলোয়ার সহ বেশ কয়েক জন। পঞ্চগড় জেলার মাদক দ্রব্য অধিদপ্তরের আওতায় থাকা সোর্সেরা মাদক কারবারিদের কাছ থেকে ডিবি পরিচয়ে দিয়ে মাসিক আর্থিক আদায় করেন বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :