ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

পাটগ্রামে জোরপূর্বক জমি দখলে নেওয়ার অভিযোগ

হাসিবুল লালমনিরহাট প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৬:১৩ অপরাহ্ণ

পাটগ্রামে জোরপূর্বক জমি দখলে নেওয়ার অভিযোগ । লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা নামে থাকা অর্পিত সম্পত্তি, জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী আব্দুল রশিদের বিরুদ্ধে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে লালমনিরহাটের,বাউরা নবীনগর ভিপি ইজারা কেস নং ১/৬৮,২/৬৮ ভক্ত ১.১০ সম্প্রতির যাহার খতিয়ান নং ৫৬৮, দাগ নং ৪৮০০ ও ৪৮০৪ মোট ১.১০ এক সম্পত্তির লীজ মানি দিয়া দীর্ঘদিন ধরে ভোগদখল করিয়া আসিয়া ছিল বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন। এমতাবস্থায় তিনি লীজ মানি পরিশোধ করতে অক্ষম হলে তার মেয়ে মোছঃ তাহমিনা বেগম এর নিকট হস্তান্তর করেন,এবং ২০২০ সন থেকে তাহমিনা বেগম নিয়মিত লীজ মানি পরিশোধ করিয়া আসিয়াছে,এবং তার ভোগদখলে আছে। ইতোমধ্যে আঃ রশিদ (৫৭),ফরিদুল ইসলাম (৫২), নজরুল ইসলাম (৫৮) গন তাদের মালিকানা জমি ওখানে আছে বলে দাবি করতে শুরু করেন। এ ঘটনায় দুই পক্ষই জমির মালিকানা দাবি করে ও জোরপূর্বেক তাহমিনা বেগমে দেওয়া বাঁশের বেড়া সরিয়ে দিয়ে তাহমিনার দখলে থাকা জমি দখলে নেয়।এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকী দেয়। পরে তাহমিনা বেগম বাদী হয়ে,(১)আঃ রশিদ (৫৭)(২) ফরিদুল ইসলাম (৫২)(৩) নজরুল ইসলাম (৫৮)সহ অজ্ঞাত বেশ কয়েকজনের নামে লিখত অভিযোগ করেন। এদিকে অভিযুক্ত আঃ রশিদ বলেন,এ জমি নিয়ে অনেক জটিলতা আছে।এবং আমাদের কেনা সম্পত্তি কিছু অংশ তার দখলে আছে। এবিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানা অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপক্ষে ব্যবস্থা নেওয়া হবে।