ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
হযরত শাহছুপি মাহাবু ফকির শাহ মতি ভান্ডারী মাজার জিয়ারত সম্পন্ন । চট্টগ্রামর ফটিকছড়ি উপজেলার পূর্ব ফরহাদাবাদী গাউছে ভান্ডার অলিয়ে মোকাম্মেল, ফানাফিল্লাহ্, বাকাবিল্লাহ্ হযরত হযরত শাহছুপি মৌলানা মতিয়র রহমান শাহ(ক:) প্রকাশ :শাহ সাহেব কেবলার আধ্যাত্মিক করুণাধন্য খলিফা। তিনি গত ১৫/০৬/২০২৩ ইংরেজি মহান মাশুকে হাকির সান্নিধ্যে গমন করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত শাহছুপি মাহাবু শাহ ফকির মতি ভান্ডারীর রওজা মোবারক জেয়ারত করেন,মতি ভান্ডার দরবার শরিফ,রহমানিয়া ফয়েজ মঞ্জিল’র আওলাদ,মানবতার আহবান ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের পৃষ্ঠপোষক, শাহাজাদা হাসানুল বান্না শাহ রাসমু,মানবতার আহবান ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও সভাপতি,মুহাম্মদ নাছির উদ্দীন,মতি ভান্ডার দরবার শরিফ,রহমানিয়া ফয়েজ মঞ্জিল’র একনিষ্ঠ আশেক,মোহাম্মদ জেবল হোসাইন এবং হযরত শাহছুপি মাহাবু শাহ ফকির মতি ভান্ডারী স্নেহধন্য মোহাম্মদ নাঈম উদ্দিন একই দিন তার বাস ভবনে গিয়ে পরিবার বর্গের সাথে সাক্ষাৎ ও সকলের সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
আপনার মতামত লিখুন :