ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ধবংস হয়ে গেল টাঙ্গাইল খারিনদা রেল স্টেশন এর দুই দুই টি বগি দুর্ভিক্ষ কারির আগুনে

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৫:০৪ অপরাহ্ণ

ধবংস হয়ে গেল টাঙ্গাইল খারিনদা রেল স্টেশন এর দুই দুই টি বগি দুর্ভিক্ষ কারির আগুনে । আগুনের খবর টাঙ্গাইল জেলার খারিনদা রেল স্টেশন এ আজ রাত ২:৩০ মিনিটে কমিউনিটি ট্রেনে ভয়াবহ আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখায় ৩ টি বগি সম্পুর্ন ধংষ হয়ে যায়। অল্পের জন্য আলৌকিক ভাবে ড্রাইভার এর বুদ্ধি মত্ততা র কারণে রক্ষা পায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন টি। ঠিক সেই সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন টি সেখানেই অবস্থান করছিল। ড্রাইভার ঘটনা উপলব্ধি করতে পেরে সিটি না দিয়েই দ্রুত স্থান ত্যাগ করে। আর এতেই বেঁচে যায় হাজারো মানুষের প্রাণ। পানির কোনো ব্যবস্থা না থাকায়, ফায়ার ব্রিগেড এর গাড়িতে পানি সরবরাহ করতে হয়। এতোক্ষণে কমিউনিটি ট্রেনের তিনটি বগি আগুনে জ্বলে শেষ হয়ে যায়। উক্ত ষ্টেশনে সি সি ক্যমেরা অকেজো অবস্থায় রয়েছে দীর্ঘদিন। যা মেরামতের কোনো উদ্যোগ নেই রেল কতৃপক্ষের। পুলিশ ঘটনা র তদন্ত করছে। ফায়ার ব্রিগেড এর ইনচার্জ ইদ্রিস মিয়া ও ষ্টেশন মাষ্টার আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে যে, নির্বাচনী তফসিল ঘোষণার ফলে এমনটা হতে পারে। ১৬/১১/২০২৩ ইং টাঙ্গাইল খারিনদা রেল স্টেশন থেকে। ঢাকা, বাংলাদেশ।। তথ্য সংগ্রহে, মোঃ জাহাঙ্গীর আলম। ঢাকা -১২১৫। বাংলাদেশ।।