ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

তফসিল ঘোষণার পরপরই এমপি মোঃ আয়েন উদ্দিনের আনন্দ মিছিল

মোঃ আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৪:৪৬ অপরাহ্ণ

তফসিল ঘোষণার পরপরই এমপি মোঃ আয়েন উদ্দিনের আনন্দ মিছিল।  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পবা মোহনপুর ৩ আসনের দুই দুই বার নির্বাচিত সংসদ সদস্য জনাব মোঃ আয়েন উদ্দিন এমপি এক বিশাল জনসমাগম নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেন। ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটায় পবা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নওহাটা বাজার এলাকা থেকে শোভাযাত্রাটি। পবা মোহনপুর আসনের নির্বাচনী এলাকায় পৃথক রোড প্রদক্ষিন করে জয় বাংলা স্লোগানে ও আয়েন ভাই আয়েন ভাই স্লোগানে মুখরিত করেন। এ সময় জনাব মোঃ আয়েন উদ্দিন এমপি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষে এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আমরা পবা মোহনপুরের হাজার হাজার নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল করেছি। আমরা আশা করছি আগামী জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহনমূলক হবে। এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃহাফিজুর রহমান হাফিজ মোঃ এমদাদুল হক এমদাদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।