ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
শ্রীবরদী সীমান্ত এলাকায় প্রতারক চক্র সক্রিয় জীবিত তক্কক সহ ১ তক্ষক ব্যাবসায়ী গ্রেফতার । শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের পূর্ব জলঙ্গাপাড়া এলাকা থেকে ১ টি জীবিত তক্ষকসহ ১ জন কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মেহেদী হাসান (২৮) যশোর জেলার সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের হারুনুর রশিদের ছেলে। ১৪ ই নভেম্বর মঙ্গলবার রাতে পূর্ব জলঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সরকারী পাকা রাস্তা হইতে তাকে আটক করা হয়। পরে তার নিজ হেফাজত হইতে জীবিত তক্ষক টি উদ্ধার করে পুলিশ । পুলিশ জানায়, ১৪ নভেম্বর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের পূর্ব জলঙ্গাপাড়া এলাকায় শ্রীবরদী থানার সাহসী ও চৌকস অফিসার ইনচার্জ ওসি কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে উপ- পুলিশ পরিদর্শক (এস আই)মো আখতারুজ্জামান, এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল সন্দেহজনক ভাবে রাতের আধাঁরে সরকারি পাকা রাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় মেহেদী হাসান নামের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার হাতে থাকা নীল রংয়ের একটি ছোট ব্যাগ হইতে একটি জীবিত তক্ষক উদ্ধার করে। এসময় তার অন্য এক সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় এস আই মো আখতারুজ্জামান বাদী হয়ে অবৈধভাবে বন্যপ্রাণী তক্কক শিকার করে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধ ও উদ্ধারের অভিযোগে একটি মামলা দায়ের করেছে। উপ – পুলিশ পরিদর্শক ( এস আই) মো আখতারুজ্জামান জানায়, ধৃত মেহেদী হাসান কে প্রাথমিক জিজ্ঞাসাদে জানা যায় সে তক্কক কিনতে এ এলাকায় আসেন। তার কাছ থেকে ১১ ইঞ্চি লম্বা ১০০ গ্রাম ওজনের একটি জীবিত তক্কক উদ্ধার করা হয়। তার পকেট থেকে পরিমাপের একটি ফিতাও পাওয়া যায়। ওসি কাইয়ুম খান সিদ্দিকি গ্রেপ্তারের সততা নিশ্চিত করে বুধবার দুপুরে জানায় এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। বুধবার শেরপুর বিজ্ঞ আদালতে ধৃত কে সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় এক শ্রেণীর প্রতারকরা সাধারণ মানুষ কে ধোকা দিয়ে এ ধরনের প্রতারামূলক কাজ করে আসছে। তাদের তালিকা তৈরী করে অভিযানে মাঠে নামবে আইন শৃঙ্খলা বাহিনী।
আপনার মতামত লিখুন :