ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
বাচ্চাদের শাসন করার আগে ২ টি বিষয় মাথায় রাখুন । (১) বাচ্চাকে শাসন করা বলতে আপনি মারধর কিংবা বকাবকি বলতে বোঝেন কি? ★*★ মনোবিজ্ঞানী কি বলছে, মারধর কিংবা বকাবকির ভয়ে শিশুরা সে সময়ের জন্য আপনার কথা মেনে নিতে পারে অথবা অন্যায় কাজটি করা থেকে বিরত থাকতে পারে কিন্তু পরবর্তিতে সে আরও সচেতনভাবে অন্যায় কাজটি করার চেষ্টা করবে। এমনভাবে করবে যাতে কেউ বুঝতে না পারে! এতে সে অবাধ্য হয়ে ওঠে মা-বাবার প্রতি রাগ-বিদ্বেষ তৈরি হয় বাচ্চা ধীরে ধীরে রাগি ও জেদি হয়ে ওঠে ভুলে যাবেন না বাচ্চাকে শাস্তি দেওয়া আপনার রাগের বহিঃপ্রকাশ মাত্র। মনে রাখবেন, আপনার কাজ বাচ্চাকে সংশোধন করা, শাস্তি দেওয়া নয়! (২) আপনিও ছেলেবেলায় বাচ্চা ছিলেন তখন করেছিলেন কি? ★*★একবার নিজে কথা মনে করে দেখুন তো, ছেলেবেলায় আপনি যখন মা কিংবা বাবার হাতে মার খেতেন, তখন আপনি নিজের ভুলটা বুঝতেন কি? আপনার অনুশোচনা হতো কি? নাকি আপনার মনে মনে ভীষণ রাগ হতো কি? আপনার মনের মধ্যে ক্ষোভ-জিদ জমা হতো কি? তাই মনোবিজ্ঞানের ভাষায়, শিশুদের কোমল মনে তৈরি হওয়া সেই রাগ-ক্ষোভই উগ্রতা,জিদ,বদমেজাজ ও অবাধ্য আচরণই কোন একসময় কারণ হয়ে দাড়ায়। “আসুন বাচ্চাদের শাসন করা থেকে সবাই বিরত থাকি” ধন্যবাদন্তে, মোঃ মুকুল হোসেন (কুষ্টিয়া) পেশাঃ (সাংবাদিকতা ও মানবাধিকারকর্মী)
আপনার মতামত লিখুন :