ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
ফাঁস দিয়ে মরিয়ম নামের এক গৃহবধূর মৃত্যু। নাটোরের সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের অন্তর্গত মাড়িয়া গ্রামে মরিয়ম (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে। বুধবার (১৫ নভেম্বর) বেলা আনুমানিক ২টার দিকে এই ঘটনাটি ঘটে। এলাকাবাসী সুত্রে জানা যায় মরিয়ম বেগমের সঙ্গে বেশকিছূদিন ধরে তার স্বামী নূরুল ইসলামের পরকীয়ার ব্যপার নিয়ে ঝগড়া চলছিল। ঘটনার দিন সকালে নূরুল ইসলামের সঙ্গে বিষয়টি নিয়ে চরম ঝগড়ায় জড়িয়ে পরে। এবং এক সময় নূরুল ইসলাম বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে দুপুর ২ টার দিকে বাড়িতে এসে দেখে ঘরের দরজা বন্ধ, অনেক ডাকাডাকির পর সন্দেহ সৃষ্টি হলে, প্রতিবেশীদের ডেকে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হলে ঘরের জানালা দিয়ে দেখতে পায় ঘরের তীরের সঙ্গে ওড়না প্যাচানো লাশ ঝুলছে। লাশ ঝুলতে দেখে তার চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোকজন জড়ো হতে থাকে এবং কেউ একজন সিংড়া থানায় ফোন করে মৃত্যুর বিষয়টি অবহিত করে। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে জানতে চাইলে সিংড়া থানার কর্তব্যরত পুলিশ সদস্য আঃ রহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অজ্ঞাত এক ব্যক্তির মোবাইলে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। মৃত্যুর বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পরেই বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
আপনার মতামত লিখুন :