ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
বগুড়ায় পুলিশ সুপারের বাংলো ও কার্যালয়ে ককটেল বিস্ফোরণ । বগুড়া জেলা পুলিশ সুপারের (এসপি) বাংলো ও কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ। পুলিশের এই কর্মকর্তা জানান, মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা পুলিশ সুপারের কার্যালয়ে ও বাংলোর গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।
আপনার মতামত লিখুন :