বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক খুলনা-০৬ কয়রা- পাইকগাছা আসনের নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী মোঃ আসাদুজ্জামান (আসাদ) ।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-০৬ কয়রা- (পাইকগাছা) সর্ববৃহৎ আসনের নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগরের সংগ্রামী বিপ্লবী সদস্য- সচিব ও সারা বাংলার শ্রমিকের নিবেদিত প্রান বিশিষ্ট সমাজ সেবক জনদরদী এবং মানবতার ফেরিওয়ালা শ্রমিক বান্ধব প্রিয় নেতা জননেতা মোঃ আসাদুজ্জামান (আসাদ)। গত-১৩ ই অক্টোবর খুলনা সার্কিট হাউজ ময়দানে গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে খুলনা-০৬ – কয়রা- পাইকগাছা আসনের নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী মোঃ আসাদুজ্জামান আসাদ এর নেতৃত্বে প্রায়-১০ হাজার তৃণমূল আ.লীগ ও ত্যাগী নেতাকর্মী নিয়ে শোডাউনে বিশাল জনসভায় যোগদান করেন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তিনি নতুন প্রজম্মের একজন আদর্শবান কর্মী হিসেবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা স্মার্ট বাংলাদেশ সাজানোর স্বপ্নদ্রষ্টা মমতাময়ী মা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য খুলনা-০৬ – কয়রা- পাইকগাছা আসনটি বিপুল ভোটে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগের আদর্শ প্রচার ও প্রচারনার মাধ্যমে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ার দৃড় প্রত্যয়ে জননেত্রী শেখ হাসিনা সরকার বার,বার দরকার এই শ্লোগান নিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সকল ইউনিয়ন তৃণমূল আ.লীগ ও ত্যাগী নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য থাকারও পুনরায় শেখ হাসিনা সরকার গড়ার লক্ষ্যে খুলনা-০৬ আসনের জন্য নতুন প্রজম্মের অহংকার নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ আসাদুজ্জামান আসাদ কে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কয়রা- পাইকগাছা বাসী দাবি জানান।
আপনার মতামত লিখুন :