ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
সারাদেশে উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। গত কাল ১৪/১১/২০ং২৩ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন প্রকল্প/উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন” করেন। এ অনুষ্ঠানে হবিগঞ্জ জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন/ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী । এসময় বাহুবল উপজেলা প্রশাসনের হল রুম হতে সংযুক্ত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ,সহ উপজেলার বিভিন্ন দপ্তর, সংস্থা সরকারী দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।এরই ধারাবাহিকতায় বাহুবল উপজেলার ১৩ টি প্রকল্পেরও শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। পরবর্তীতে বাহুবল উপজেলাধীন রশিদপুর গ্যাসফিল্ডের রশিদপুর-২ ও রশিদপুর-৫ ওয়ার্কওভার কূপ এবং পেট্রোলকে অকটেনে রূপান্তর জন্য ৩০০০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন ক্যাটালাইটিক রিফর্মিং ইউনিট (সিআরইউ) ফলক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়।
আপনার মতামত লিখুন :