ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা: প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৪:২৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন  “ডায়াবেটিসের ঝুকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন” স্লোগানে সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন র‌্যালি, আলোচনা সভা, স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষার আয়োজন করে। ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপী সেন্টার বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৩ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় শহরের খুলনা রোড মোড় হতে এক র‌্যালি বের করে সাতক্ষীরা ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপী সেন্টার। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলাশপোলস্থ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিও থেরাপী সেন্টার চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিও থেরাপী সেন্টার সাতক্ষীরার চেয়ারম্যান ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ শেখ মাহমুদুল হাসান (মুক্তার) এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক জ্যোৎনা দত্ত, জেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, ডিআরআরএ এর ডেপুটি ম্যানেজার আনজির হোসেন, মেডিকেল অফিসার ডাঃ আমান, প্রভাষক ডাঃ হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিও থেরাপী সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপী সেন্টার সাতক্ষীরার এমডি আকবর আলী। সাতক্ষীরা ডায়াবেটিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ডায়াবেটিক এ্যাসোসিয়েশন এর আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা সার্কিট হাউস চত্বর হতে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয়। র‌্যালি পরবতী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ সরোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ডায়াবেটিক এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ডাঃ আজিজুর রহমান, সহ সভাপতি ডাঃ মোখলেছুর রহমান, ডাঃ আফতাবুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী, ট্রেজারার মোঃ দ্বীন আলী, সদস্য আক্তারুজ্জামান, এড. ওসমান আলী, লাসমিন হোসেন, আজিজ হাসান বাবু। ক্যাম্পে রোগী দেখেন ডাঃ খালিদ সাইফুল্লাহ ও ডাঃ দেবদাস পাল। উল্লেখ ক্যাম্পে ৫ শতাধিক ডায়াবেটিস রোগীকে ফ্রী ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।