ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ডোমারে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের কালি পূজা

গৌতম চন্দ্র রায় নীলফামারী প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ১২:৩৪ অপরাহ্ণ

ডোমারে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের কালি পূজা । এটি ডোমার থানার বোড়গাড়ী ইউনিয়ন এর মাহিগঞ্জ বাজার সার্বজনীন কালিমন্দির এর পূজা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার এই কালীপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা গুলোর মধ্যে একটি। কালীপূজায় এই কালী মন্দিরে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী আসেন ভদ্রা কালী দেবির পূজা দিতে অনেক দূর দূরান্তের মানুষ এখানে আসে পূজা করতে সনাতন ধর্মাবলম্বীদের এই এটি হচ্ছে তাদের মানত থাকে তারা মানত পুণ্য হলে এরা দেবীর সামনে ছাগল বলি দেয় বা কবুতর বলি দেয় তাছাড়া দেব দেবীর পূজার জন্য কলা মুরকি ও দুধ নিয়ে যায়। বিভিন্ন ভাবে তারা দেবীর কাছে প্রার্থনা করে।