ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
সরাইল থানা পুলিশ কতৃক “৯০০” পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ “০২” জন গ্রেফতার।
সরাইল উপজেলা থেকেঃ এম বাদল খন্দকার।
ব্রাক্ষনবাড়ীয়া জেলা সরাইল থানার অফিসার ইনচাজ মোহাম্মদ এমরানুল ইসলাম মহোদয়ের সাবিক দিক নিদেশনায় চলমান মাদক উদ্ধার। গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করা কালে এস আই ( নিরস্ত্র) মোঃ জয়নাল আবেদীন ১, এ এস আই ( নিরস্ত্র) রুবেল আখন্দ ফোসসহ বিকাল ৪ টায় সময় সরাইল থানাধীন বাড়িউড়া বাজারের দক্ষিন পাশ্বে যাএী ছাউনির সামনে পাকা রাস্তায় উপর হইতে মোঃ সাকিব মিয়া(২১) পিতাঃ মোঃ বিল্লাল মিয়া, গ্রাম চান্দুরা ( কালিশিমুল) রিপন মিয়া(২২)পিতা মৃত্যু সহিদ মিয়া গ্রাম জালাল পুর,উভয়থানা বিজয়নগর জেলা ব্রাক্ষনবাড়ীয়াদ্বয়কে “৯০০”পিস ইয়াবা এবং মাদক বহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
আপনার মতামত লিখুন :