ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

প্রধানমন্ত্রীর খুলনার জনসভায় সাতক্ষীরা থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মীর যোগদান

আজহারুল ইসলাম সাদী: প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৪:০৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর খুলনার জনসভায় সাতক্ষীরা থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মীর যোগদান । খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে সাতক্ষীরা থেকে যোগ দিয়েছেন প্রায় ৫০ হাজার নেতাকর্মী ও সমর্থক। জেলার ৭ উপজেলা ২ পৌরসভা ও ৭৮ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খুলনার জনসভায় যোগ দিয়েছেন। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জনসভাকে সফল করার জন্য সাতক্ষীরা থেকে ৫০ হাজার নেতাকর্মী যাতায়াতের জন্য কয়েকশো বাস, মিনিবাস, ট্রাক, প্রাইভেটকার-মাইক্রোবাস, মোটরসাইকেল ঠিক করা হয়েছে। এছাড়াও নিজ উদ্যোগে জনসভায় যাবেন নেতাকর্মীরা। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সাতক্ষীরার নেতাকর্মীরা উজ্জীবিত। সাধারণ মানুষ বঙ্গবন্ধু কন্যাকে বরণ করার জন্য উন্মুখ হয়ে আছে। উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে জনসভায় যোগ দেবেন নেতাকর্মীরা। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বলেন, ইতোমধ্যে সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এক সময় সাতক্ষীরা ছিলো উন্নয়ন বঞ্চিত। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ জেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড- হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ৪৫ থেকে ৫০ হাজার নেতাকর্মী সাতক্ষীরা থেকে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৫০ হাজার নেতাকর্মীর যাতায়াতের জন্য যানবাহন নিশ্চিত করা হয়েছে। নেতাকর্মীরা জনসভায় যোগ দিয়ে জনসমুদ্রে পরিণত করবে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী এ অঞ্চলের উন্নয়নে সবসময় আন্তরিক, এ অঞ্চলের মানুষও মনে করেন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের উন্নয়ন হয়। যে প্রকল্পগুলো এখনও বাস্তবায়িত হয়নি আমরা আশাকরি প্রধানমন্ত্রী এবার সেই প্রকল্পগুলোও বাস্তবায়নের ঘোষণা দিবেন।