ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
হাতিয়ায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শনিবার (১১ নভেম্বর )সকাল হাতিয়া উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে। পরে বিকেল তিনটায় এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাতিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ এর সভাপতিত্বে ও যুবলীগের যুগ্নআহবায়ক নুরুল আফছার রাহাদ এর সঞ্চালনায় সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন নোয়াখালী ৬ হাতিয়ার সাংসদ সদস্য আয়েশা ফেরদাউস,প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো: কেপায়েত উল্যাহ,পৌর মেয়র ও আওয়ামীলীগের ( ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক কে.এম.ওবায়েদ উল্যাহ বিপ্লব, সভায় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহি উদ্দিন মুহিন, নোয়াখালী জেলা যুবলীগের সদস্য আমিনুল হক ইকবাল, জিল্লুর রহমান, ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, শ্রমিক লীগের সভাপতি আল আমিন, সুখচর ইউনিয়ের চেয়ারম্যান মো: আলা উদ্দিন প্রমুখ, এছাড়া সভায় উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :