ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

বগুড়ায় গাক’র আয়োজনে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ৯:৫১ পূর্বাহ্ণ

বগুড়ায় গাক’র আয়োজনে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ।আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’র আয়োজনে ‘পেইস’ প্রকল্পের আওতায় “ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন উপ-প্রকল্প বাস্তবায়নাধীন “শোভন কর্ম পরিবেশ উন্নয়ন কর্মশালা” গাক কনফারেন্স হল, গাক টাওয়ার, বনানী বগুড়ায় অনুষ্ঠিত হয়। শনিবার (১১ নভেম্বর’২৩) গাক’র সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) মোঃ জিয়া উদ্দিন সরদার এর সঞ্চালনায় সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে কর্মশালার শুভ উদ্বোধন করেন পরিচালক (প্রশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা) মোঃ হুমায়ুন খালেদ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, সহকারি মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী, পিকেএসএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুম সরকার, ভেল্যু চেইন প্রজেক্ট ম্যানেজার, পিকেএসএফ। কর্মশালায় পিকেএসএফ এর ১০টি সহযোগী সংস্থা যথাক্রমে- গাক, ওসাকা, ইউডিপিএস, এসএনএফ, ইপসা, দাবী, প্রয়াস, ইএসডিও, এনডিপি, জাকস, মৌসুমি প্রভৃতি সংস্থার উর্ধতন কর্মকর্তা ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। পিকেএসএফ এর সহকারি মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন দেশের বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডে শোভন কর্ম পরিবেশ উন্নয়নে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ গৃহিত না হওয়ায় ক্ষুদ্র উদ্যোগে কর্মরত শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং কর্ম পরিবেশের মান উন্নয়ন ও প্রাপ্য অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির বিষয়টি কিছুদিন পূর্বে অবহেলিত ছিলো, যা বর্তমানে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন উপ-প্রকল্পের মাধ্যমে আলো ছড়াচ্ছে। উপ-প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকায় কর্ম পরিবেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি উপ-প্রকল্পের মাধ্যমে বদলে যাওয়া সেসব কর্ম পরিবেশের টেকসই উন্নয়নে সঠিকভাবে কার্যক্রম বাস্তবায়নে সকলকে আহবান জানান। সবশেষে ৫টি সহযোগি সংস্থার মাধ্যমে বাস্তবায়নাধীন শোভন কর্ম পরিবেশ উন্নয়ন উপ-প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন এবং যথাসময়ে প্রকল্প কার্যক্রম সমাপ্ত করতে নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।