ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

নওগাঁর রাণীনগর অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৩:৪৮ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগর অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন । নওগাঁর রাণীনগর উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (৪০ দিনের) কর্মসূচি কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাতিরপুল এলাকায় এ কর্মসূচি কাজের উদ্বোধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি। রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান জানান, ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলার ৮টি ইউনিয়নে ৯৭৭ জন অতিদরিদ্র মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।