রংপুরে রাসায়নিক ও বৈদ্যুতিক নিরাপত্তার উপর কারখানা স্তরের প্রশিক্ষণ অনুষ্ঠিত । নিরাপত্তা একটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে পোষাক শিল্প প্রতিষ্ঠানে এর গুরুত্ব অপরিসীম। ফলে পোষাক শিল্পে পণ্য আমদানী ও রপ্তানী ক্ষেত্রে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখা দিয়েছে। তেমনই রংপুর জেলা বিসিক ও রংপুর চেম্বার কমার্স এর সহযোগিতায় এবং এফবিসিসিআই কতৃক রংপুর শিল্প ও নগরীতে ১দিন ব্যাপি বিভিন্ন কাজে নিয়জিত পুরুষ এবং নারীদের মাঝে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটির উদ্বোধন করেন এফবিসিসিআই এর ট্রেনিং এন্ড এডমিন অফিসার জনাব মোঃ সাখাওয়াত হোসেন, আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্হাপক জনাব মোঃ এহছানুল হক ও রংপুর জেলা বিসিকের কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম। প্রশিক্ষণ গ্রহণ করেন রোকছার ইসলাম সুমন, ইসমাইল হোসেন, হোসনে মোমিনা, কল্পনা বেগম, ফারমিনা আক্তার, ফারজানা প্রধান, জুয়েনা ফৌরদৌস, আবিদা সুলতানা মিলি, জারিন তাসনিম, শামীমা উর্মি, নাজমা বেগম, মোঃ সুমন মিয়া, মোঃ আফফান হোসাইন আজমীর, এলিজা আফরোজ শিউলী, জান্নতেল ফৌরদৌস মৌ, জিনাত মলি, তৃনা মলি, মুর্শিদা বেগম, রাজিয়া সুলতানা রজনী, রোজি পারভিন, আজিবা হোসেন, সাফা রনি, আমির হোসেন, উর্মিলা রাখি সহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :