সাঁথিয়ায় ৩০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার । পাবনার সাঁথিয়ায় ৩০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ ।ঘটনাটি ঘটেছে উপজেলার আতাইকুলা থানাধীন রঘুনাথপুর কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন এলাকায় । আটককৃত মাদক ব্যবসায়ীদের নাম সুমন খাঁ (৩৫) পিতা মৃত জালাল গ্রাম ধোপাঘাটা ও অপর আসামী আজিম ( ৩৬) পিতা মৃত খবীর গ্রাম পুর্ব রাঘবপুর । উভয়েই পাবনা সদর উপজেলার বাসিন্দা। আতাইকুলা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান ও ইন্সপেক্টর আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার ( ৯ নভেম্বর ) রাত আনুমানিক সাড়ে ১০ দিকে রঘুনাথপুর কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন রাস্তার উপর একটি সিএনজি আটক পূর্বক তল্লাশি চালিয়ে তার ভেতরে লুকিয়ে রাখা ৩০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন । এবং ঘটনার সাথে জডিত উক্ত দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেন । উদ্ধার কৃত মাদকদ্রব্যের আনুমানিক মুল্য প্রায় ৯ লক্ষ টাকা। থানা সুত্রে জানা যায়, গ্রেফতার কৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ।তারা একাধিক মাদক মামলার আসামী । মাদকদ্রব্য বহনকারী সিএনজি টিও আটক করা হয়েছে । গ্রেফতার কৃত দের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।
আপনার মতামত লিখুন :