ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
পলকে পরিবর্তন হওয়া জনপদ সিংড়া এখন উন্নয়নে পরিপূর্ণ, জমির দলিল পেলেন ভূমিহীন সাজেদা খালা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, “নিজের পরিবার ও সন্তানদের জন্য কখনো মায়ের থেকে বেশি মায়া ও ত্যাগ অন্য কেউ করতে পারেনা। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের পরিবার পরিজনকে হারিয়ে গোটা বাংলাদেশকে নিজের পরিবার করে নিয়েছেন। দেশের মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাই, বাংলাদেশ ও দেশের মানুষের কল্যাণে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। একটা সময় আমাদের সমাজে প্রতিবন্ধী সন্তান ও বিধবা মা-বোনদেরকে বাঁকা চোখে দেখা হতো, সমাজে তাদের কোন মর্যাদা ও সুরক্ষা ছিলোনা। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা তাদেরকে নিজের মা-ভাই-বোন হিসেবে বুকে টেনে নিয়েছেন। সমাজে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। গর্ভবতী মা, বিধবা মা-বোন, প্রতিবন্ধী সন্তান, বৃদ্ধ মা-বাবাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। আজ থেকে ১৪ বছর আগে আমাদের সিংড়ার এই জনপদ ছিলো বিদ্যুৎ বিহীন, যোগাযোগ বিচ্ছিন্ন অন্ধকারাচ্ছন্ন ও সন্ত্রাসী কবলিত একটা জনপদ। মাত্র ১৪ বছরের ব্যবধানে সিংড়া আজ আলোকিত জনপদে পরিণত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, প্রতিটা ইউনিয়নে আধুনিক পাকা সড়ক নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত করা হয়েছে। প্রতিটা গ্রাম ও ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও উপবৃত্তি প্রদান করা হচ্ছে। কর্মসংস্থানের জন্য আমাদের তরুণদের উন্নত প্রশিক্ষণ ও চলনবিল স্মার্ট সিটি গড়ে তোলা হচ্ছে। গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনার সরকার আমাদের যে উন্নয়ন উপহার দিয়েছেন, স্বাধীনতার পর অন্য সকল সরকার মিলেও তা করতে পারেনি। এই উন্নয়ন অগ্রযাত্রা চলমান রাখতে হলে এবং আমাদের তরুণ প্রজন্মের জন্য নিরাপদ ও উজ্জল ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদেরকে সচেতন হতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নৌকা মার্কাকে আবারও বিজয়ী করতে হবে।” সোমবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় সিংড়া উপজেলার খাজুরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সিংড়া উপজেলার ১২নং রামানন্দ খাজুরা ইউনিয়নের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, নাটোর জেলা পরিষদের সদস্য ও সাবেক চেয়ারম্যান শ্রী তপন কুমার সরকার, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খাদেমুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা, উপ দপ্তর সম্পাদক হান্নান শাহারিয়ার, ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবির (প্রমূখ)। মতবিনিময় সভা শেষে ১ নং সুকাস ইউনিয়নের দিকে রওনা হয় এবং যাত্রাপথে হাঁসপুকুরিয়া গ্রামের বৃদ্ধা সাজেদা বেগমকে প্রধানমন্ত্রীর উপহার ঘরের দলিল হস্তান্তর করেন। পরে সুকাস ইউনিয়ন পরিষদ মাঠে অত্র ইউনিয়নের সুবিধা ভাবিদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।
আপনার মতামত লিখুন :