ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

আদিতমারী থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানার ভুক্ত পলাতক ০৮ জন আসামী গ্রেফতার

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৪:২৩ অপরাহ্ণ

আদিতমারী থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানার ভুক্ত পলাতক ০৮ জন আসামী গ্রেফতার । আদিতমারী থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানার ভুক্ত পলাতক ০৮ জন আসামী গ্রেফতার ০৮/১১/২০২৩ খ্রিঃ তারিখে পুলিশ সুপার, লালমনিরহাট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, আদিতমারী থানা জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই/মোঃ জয়েন উদ্দিন, এসআই/ফারুক হোসেন, এএসআই/ জোবায়ের হোসেন, এএসআই/ বিজয় দাস, এএসআই/ গোপাল চন্দ্র, এএসআই/জাকির হোসেন, এএসআই/ আমিনুল হোসেন, সঙ্গীয় ফোর্স সহ আদিতমারী থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-৩৯০/২৩ সংক্রান্তে আসামি ১। মোঃ ফজলুল হক, পিতা- সামছুল হক,সাং- কিসামত খুটামারা, এনজিআর ১৮৮/২৩ সংক্রান্তে আসামি ২। হরিচন্দ্র, পিতা- সুশীল চন্দ্র, ৩। শ্রীমতি বিউটি রানী, স্বামী- হরিচন্দ্র, ৪। শ্রী লক্ষন চন্দ্র, পিতা- মৃত সুশীল চন্দ্র, ৫। শ্রীমতি অনিতা রানী, স্বামী – শ্রী লক্ষন চন্দ্র রায়, সর্ব সাং- সবদল মিস্ত্রি টারী,সারপুকুর, নাঃশিঃনিঃ-২০০/১৮ সংক্রান্তে আসামি ৬। আব্দুল হক, পিতা- মোঃ মোক্তার আলী, ৭। মোছাঃ আয়শা বেগম, স্বামী – আমিনুর রহমান, ৮। মোছাঃ মমেনা বেগম পিতা- মৃত আবুল হোসেন, সর্ব সাং- মহিষা শহর, সকলের থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটদেরকে গ্রেফতার পূর্বক অদ্য ০৮/১১/২০২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করে। গ্রেফতারকারী অফিসার- এসআই/মোঃ জয়েন উদ্দিন, এসআই/ফারুক হোসেন, এএসআই/ জোবায়ের হোসেন, এএসআই/ বিজয় দাস, এএসআই/ গোপাল চন্দ্র, এএসআই/জাকির হোসেন, এএসআই/ আমিনুল হোসেন সঙ্গীয় ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।