ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
কালীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ১২৮ বোতল ফেনসিডিল ও ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার । পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাসুদ রানা’র নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান টিম কর্তৃক থানা এলাকার ০৫ নং চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি মৌজাস্থ আসামী ১.বাবর আলী (২৫), পিতা-মোঃমুকুর আলী মাতা-মোছাঃসারেজা বেগম গ্রাম- খামারভাতি থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করে। থানা পুলিশের অপর অভিযানে কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে জিআর-২৫৮/২০১৮(কালীগঞ্জ) ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী বিনোদ চন্দ্র রায় পিতা-ইন্দ্রজিত রায় সাং-কাজীরহাট বানীনগর থানা-কালীগঞ্জ জেলা- লালমনিরহাট কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
আপনার মতামত লিখুন :