ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

রাণীনগরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৫:২৭ অপরাহ্ণ

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: “মাটি পরীক্ষা করে সার দিন, অধিক ফসল ঘরে নিন” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নওগাঁ আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এমএসটিএল কর্মসূচির আওতায় সংমিশ্রিত মৃত্তিকা নমুনা সংগ্রহ প্রদ্ধতি, সুষম সার ব্যবহার, মাটির স্বাস্থ্য সংরক্ষণ ও ভেজাল সার চেনার উপায় শীর্ষক প্রশিক্ষণ পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নওগাঁ আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফার ইয়াছমিন।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ। আরও বক্তব্য দেন, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) এখলাস হোসেন সরকার ও রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক প্রমুখ।