ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

নতুন পরিচয়ে আসছি : সোহানা

অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৫:০৪ অপরাহ্ণ

জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবাকে আবারও আলোচনায় নিয়ে এসেছে তার অভিনীত ‘অসম্ভব’ চলচ্চিত্র। এই ছবির দর্শক প্রতিক্রিয়ায় দারুন মুগ্ধ নৃত্যের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই তারকা। বর্তমানে অভিনেত্রী হিসাবেই অধিক পরিচিত সোহানা সাবা নাটকের গণ্ডি পেরিয়ে চলচ্চিত্রেও নিয়মিত। মুক্তি পাওয়া তার অভিনীত ‘অসম্ভব’ ছবি এবং নিজের বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলতে গিয়ে সোহানা সাবা জানালেন, খুব শীঘ্রি তিনি নতুন পরিচয়ে আবির্ভূত হচ্ছেন।
মুক্তি পাওয়া অসম্ভব ছবির দর্শক প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে সোহানা সাবা বলেন, মাত্র তিন দিন হলো এটি মুক্তি পেয়েছে। কিন্তু দর্শক যেভাবে সাড়া দিচ্ছে তাতে আমি ভীষণ আনন্দিত এবং আপ্লুত। তাদের এই ইতিবাচক প্রতিক্রিয়া দেখে আমার খুব ভালো লাগছে। আমাদের অভিনয়, ছবিটির গল্পের সঙ্গে তারা কানেক্ট করতে পারছে। এমনকী আমাদের সহকর্মী এবং ইন্ডাস্ট্রির অনেকের কাছ থেকেও অনেক ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। সব মিলিয়ে মনে হচ্ছে কষ্ট সার্থক হয়েছে।
অসম্ভব ছবিতে তার কাজের অভিজ্ঞতা নিয়ে এই তারকা অভিনেত্রী বলেন, অসাধারণ অভিজ্ঞতা হয়েছে আমার। মনেই হয়নি যে, অভিনয় করছি। অসম্ভব এর শুটিং হয়েছে অরুণা দি’র (ছবির পরিচালক অরুণা বিশ্বাস) মায়ের বাড়ি, অর্থাৎ মানিকগঞ্জে। তাই জোৎস্না মাসি (অভিনেত্রী জোৎস্না বিশ্বাস ও অরুণা বিশ্বাসের মা) আমাদের সঙ্গেই ছিলেন পুরো শুটিং জুড়ে। একদম পারিবারিক একটা পরিবেশে শুটিং করেছি আমরা। আর অরুণাদি নিজেই একজন অভিনয়শিল্পী। তাই অভিনয়, নির্মাণ এবং এর সংশ্লিষ্ট সব কাজ তিনি খুব ভালোভাবেই বোঝেন। তার দক্ষতা এবং অভিজ্ঞতা আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছে। তাই সব কিছু সুন্দরভাবে শেষ করেছি আমরা।