ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ সিরিয়াল শেষ হয়েছে প্রায় ৯ মাস হল। তারপর থেকে অভিনেত্রী শার্লি মোদককে পর্দায় দেখেননি দর্শক। মাঝে এত দিনের বিরতির পর আবার ছোট পর্দায় ফিরলেন সুন্দরী শার্লি। ‘ফুলকি’ সিরিয়ালে খলনায়িকার চরিত্রে দেখা মিলছে তার। যদিও টলিপাড়ায় নায়িকা হিসেবেই যাত্রা শুরু করেছিলেন এই অভিনেত্রী। আচমকা কেনো এমন সিদ্ধান্ত নিলেন শার্লি ? এই সিরিয়ালে মুখ্য চরিত্রে দর্শক দেখছেন অভিষেক বসুকে। তার চরিত্রের নাম রোহিত। অন্যদিকে ফুলকি হিসাবে দর্শক দেখছেন নবাগতা দিব্যাণী মণ্ডলকে। এই গল্পে রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনীর চরিত্রে অভিনয় করছেন শার্লি। রোহিতের বর্তমান স্ত্রী ফুলকি। ফলে যথারীতি তৈরি হয়েছে এক জটিলতা। এত বছর ধরে নায়িকার চরিত্রে অভিনয়ের পর কেন খলনায়িকার চরিত্র বেছে নিলেন শার্লি, বলেছেন সেই কথাই।
কলকাতার একটি গণমাধ্যমকে শার্লি বলেন, সত্যি কথা বলতে এই ৯ মাস আমি বাড়িতে বসেছিলাম। আসলে বাবা অসুস্থ ছিলেন। তাই ভাল কাজ করার ইচ্ছাটা আরও প্রবল হচ্ছিল। ব্যক্তিগত কারণেই এত দিন কাজ করিনি। মাঝে বেশ কিছু সুযোগ এসেছিল। আর এটা সত্যি কথা নায়িকা হিসাবে কাজ করার পর কেন এমন চরিত্রে কাজ করব, এই প্রশ্ন আমার মনেও এসেছিল। আমার ঘনিষ্ঠ অনেকের সঙ্গে আলোচনাও করেছি। সবার সঙ্গে কথা বলে বুঝলাম, ঠিকই তো, ভাল কাজ করা, অভিনয় করাটাই আমার লক্ষ্য হওয়া উচিত। আর এই চরিত্রে এমন কিছু স্তর আছে যা আমার কেরিয়ারের জন্য খুবই ভাল হবে। এত কিছু ভেবেই শালিনী চরিত্রটার জন্য রাজি হওয়া।
খলনায়িকা হিসাবে অভিনয় করা শার্লি আরও বলেন, আমাকে নেগেটিভ চরিত্রে দেখে অনেকেই দুঃখ পেয়েছেন। যদি কেউ মনে করে থাকেন, যে আমি কাজ পাচ্ছি না বলে ফুলকিতে ঢুকেছি, তাদের জানিয়ে রাখি – আমি ফুলকির শুটিং শুরুর পরেও লিড চরিত্রের অফার পেয়েছি। মোটেই এমন নয় যে, আমি লিড চরিত্র পাচ্ছি না বা কাজ পাচ্ছি না বলে নেগেটিভ রোল করছি।
ফুলকি ধারাবাহিকে পেশাদার বক্সারের চরিত্রে দেখা যাচ্ছে শার্লিকে। যদিও এর আগে কখনও বক্সিং গ্লাভস ছুঁয়েও দেখেননি এই অভিনেত্রী। শার্লি বললেন, না, আমি কোনোদিন বক্সিং গ্লাভস ধরিনি ফুলকির শুটিং শুরুর আগে। জিমে বেশ কয়েকবার ওই বক্সিং এর পাঞ্চিং ব্যাগটায় এমনি ঘুষি মেরেছি। ব্যাস ওইটুকুই।
আপাতত শালিনী চরিত্রের জন্য নিজের সেরাটুকু উজার করে দিচ্ছেন শার্লি। এই পুজোয় নিজের শহর জলপাইগুড়িতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সদ্য কলকাতায় ফিরেছেন নায়িকা। জোড়া লেগেছে তার ভাঙা প্রেমও। প্রেমিক মৃত্যুঞ্জয় ওরফে নীলের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন শার্লি।
আপনার মতামত লিখুন :