ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

সুবিধাভোগীদের নিয়ে মত বিনিময় করলেন প্রতিমন্ত্রী পলক

মুকুল হোসেন সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৪:৫৪ অপরাহ্ণ

মুকুল হোসেন সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া পৌরসভা সুবিধাভোগীদের সাথে মতবিনিময় এবং ৪লেন রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৭\১১\২৩ তারিখে সিংড়া গোল-ই আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এম পি মহোদয় বক্তব্যে বলেন,
আপনাদের মূল্যবান আমানত ভোট যথা সময়ে নৌকা মার্কায় দিয়েছিলেন বলেই আজ সারা দেশের এ সকল সুযোগ সুবিধা বিদ্যমান এবং প্রতিবন্ধী ভাতা,বিধবা ভাতা ,বয়স্ক ভাতা সহ সকল প্রকার ভাতা প্রদান করে আসছে। এছাড়াও দেশের সার্বিক উন্নয়ন আজ দৃশ্যমান। এমন সুযোগ সুবিধা অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনার সরকার বারবার দরকার।

পৌরসভার বিভিন্ন ভাতাভোগীদের পরিসংখ্যান উল্লেখ করা হলোঃ ১৷ বয়স্ক ভাতা ১৪০৪জন প্রতিজন ৬০০৷ টাকা ২৷ বিধবা ভাতা ৮১৮জন প্রতিজন ৫৫০ টাকা ৩৷ প্রতিবন্ধী ভাতা ৬৯৩ জন প্রতিজন ৮৫০টাকা ৪৷ হিজরা ভাতা ২জন প্রতিজন ৬০০টাকা ৫৷ বেদে দলিত ভাতা ৪জন প্রতিজন ৬০০টাকা ৬৷ মাতৃকালীন ভাতা সংখ্যা ৯২৫জন প্রতিজন ৮৫০টাকা ৭৷ গর্ভকালীন ভাতাভোগীর সংখ্যা ৩৬৪জন প্রতিজন ৮৫০টাকা ৮৷ মজিবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ। অর্থ বছর ২০২২-২০২৩ইং সংখ্যা ১০০জন ৯৷ ভিজিএফ (ঈদ -উল ফিতর- ও ঈদ উল আযহা পৌরসভা সৃষ্টিকাল (১৯৯৯ সাল) থেকে ২০২৩- ২০২৪ অর্থ বছর পর্যন্ত বিগত ২৩ বছর ভাতাভোগীর সময়। বাৎসরিক ৪৬২১জন প্রতিজন ১০কেজি হারে। ১০৷ টিবিসি ২০২১-২০২২ অর্থ বছর হতে বর্তমান সময় পর্যন্ত চলমান সংখ্যা ২৪১৩জন চাউল , সয়াবিন তেল, চিনি, ডাল, পেঁয়াজ।

এ সময়ে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ হোসেন। আব্দুর ওয়াদুদ মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি মহিলা নেত্রী ফাহমিদা আহমেদ আঁখি, পারভীন আক্তার সহ প্রমুখ।

এর পরে ৩ নং ইটালী ইউনিয়নের অন্তর্গত পাকুড়িয়া কালাইকুড়ি মাঠে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা করেন।