ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
খাগড়াছড়ির রামগড় পৌরসভার আনন্দপাড়া এলাকা থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি।
মঙ্গলবার সকালে রামগড় ৪৩ বিজিবির আওতায় রামগড় বিওপিতে কর্মরত হাবিলদার মোঃখায়রুল আলম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক ফেনসিডিল জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আনন্দপাড়া এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ৯৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মুল্য ৪৮হাজার ৫শত টাকা। ফেনসিডিল ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।
রামগড় ৪৩বিজিবির অধিনায়ক লে.কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।
আপনার মতামত লিখুন :