ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ডোমারে ফেন্সি, ডেন্টালকে ৮০ হাজার টাকা জরিমানা

মোঃ মনজিরুল ইসলাম স্টাফ রিপোর্টার নীলফামারীনী অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ১০:৫৪ অপরাহ্ণ

ডোমারে ফেন্সি, ডেন্টালকে ৮০ হাজার টাকা জরিমানা

মোঃ মনজিরুল ইসলাম স্টাফ রিপোর্টার নীলফামারীনী

লফামারীর ডোমার উপজেলার ফেন্সি ডেন্টাল হোমটি সাময়িক বন্ধ ও ৮০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বুধবার (৩০ ই আগস্ট দুপুরে ডোমার নিউ মার্কেটের ফেন্সি ডেন্টাল হোমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।এসময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি উপস্থিত ছিলেন। সেখানে ওই ডেন্ট্রাল হোমের চিকিৎসকের মিথ্যা অভিজ্ঞতার সাইন বোর্ড এবং রেজিষ্ট্রেশন না থাকার কারনে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফেন্সি ডেন্টাল হোমের স্বর্তাধিকারী ওমর ফারুককে ৮০ হাজার টাকা জরিমানা করেন। একইসাথে পূর্বের অভিযোগের তদন্ত প্রতিবেদনে সত্যতা পাওয়ায় সিভিল সার্জনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী ডেন্টাল হোমটি সাময়িকভাবে বন্ধ ঘোষনা করেন

আদালতকে সহযোগীতা করেন ডোমার থানা পুলিশ ও র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান প্রমূখ,ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম জানান, ওমর ফারুকের বিরুদ্ধে একাধীক অভিযোগ রয়েছে। স্বাস্থ্য বিভাগ তার বিরুদ্ধে তদন্ত করে তার পরিচালিত ফেন্সি ডেন্টাল হোম বন্ধ করার সুপারিশ করেছে। আমরা আজ তদন্ত করে বিভিন্ন অসঙ্গতি পেয়েছি। তাই ওমর ফারুককে ৮০ হাজার টাকা জরিমানা ও ফেন্সি ডেল্টাল হোমটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।